কুড়িগ্রামের ফুলবাড়ির ২ নং শিমুলবাড়ি ইউনিয়ন ও ৬নং বড়ভিটা ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ-এর ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ২৫ জুন পৃথকভাবে সকাল ১১ টা থেকে এই চাল বিতরণ শুরু করা হয়।
শিমুলবাড়ি ইউনিয়নে চাল বিতরণ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল আলম সোহেল ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জাম।
বড়ভিটা ইউনিয়ে চাল বিতরণ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু।
এসময় উপস্থিত ছিলন উপজেলা প্রেসক্লাব ফুলবাড়ির সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু,স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ, ইউ পি সদস্যগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে পর্যায়ক্রমে প্রতি ইউনিয়নের মাঝে এই ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে। শিমুলবাড়ি ইউনিয়নের মোট ৪০০০টি ও বড়ভিটা ইউনিয়নে ৬৩৭৫ টি পরিবারে মাঝে ভিজিএফ’র ১০কেজি করে চাল বিতরণ করা হচ্ছে বলে জানা যায়।
Leave a Reply