মাহবুব হোসেন সরকার লিটু,(ফুলবাড়ী) কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ভাঙনের কবলে পড়া এলাকা পরিদর্শন করলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। বুধবার দুপুর ১টায় ফুলবাড়ী সদর ও শিমুলবাড়ি ইউনিয়নের শেখ হাসিনা ধরলা সেতুর পূর্ব পাড়ের ভাঙন পরিদর্শন করেন ও ভাঙন কবলিত এলাকার মানুষের খোঁজ খবর নেন। ধরলা নদী ভাঙনের শিকার মানুষদের সহযোগিতা করার আশ্বাস দেন এবং তিনি ভাঙন রোধে ধরলা নদী খনন ও ধরলার দুপাড়ের বাধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জনসাধারণ ও ফুলবাড়ী উপজেলার জাতীয় পাটির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।য় এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোডের সহকারী পরিচালক ইছমত তোহা উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান (মাস্টার) উপজেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু , প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য জনসাধারণ।
Leave a Reply