হয়েছে। মোঃ শফিকুল ইসলাম,নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ২য় ধাপে সরকারি ও এমপিওভুক্ত মাদ্রাসায় ৯ম ও ১০ম শ্রেনীতে অধ্যয়নরত প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের মধ্যে জনশুমারী ও গৃহগননা ২০২১ প্রকল্পের বাউফল উপজেলার বিভিন্ন মাদ্রাসায় কৃতী শিক্ষার্থীদের মধ্যে ১৬২ কি ট্যাবলেট বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ জুলাই২০২৩) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সবুজ এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন মাদ্রাসায় কৃতী শিক্ষার্থীদের মধ্যে ১৬২টি ট্যাবলেট বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান ,সহকারি কমিশনার ভূমি প্রতিক কুমার কুন্ড,বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিচুল হক,প্রেসক্লাব বাউফলের সভাপতি মোঃ আরিফুজ্জামান খান রিয়াদ,সাধারণ সম্পাদক মাহামুদ হাসান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃআনিসুর রহমান ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন বিশ্বাস সহ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুর মোর্শেদ।
Leave a Reply