স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর বাউফলে রাজনৈতিক প্রতি হিংসায় স্হানীয় দুই সাংবাদিকসহ ৩৫জনকে মামলায় দিয়ে হয়রানি অভিযোগ উঠেছে। স্থানীয় তথ্য সুত্রে জানা যায় বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারকে হত্যার উদ্দেশ্য আসম ফিরোজ এমপির উপস্থিত হুকুমে কুপিয়ে জখম করার ঘটনায় (২ এপ্রিল ২০২৩) বগা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. দিদারুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করে মামলা করেন। আসামিরা সবাই স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ,স,ম ফিরোজ এমপির অনুসারী। ঐ ঘটনায় রাজনৈতিক প্রতি হিংসায় এ-মামলার জেড়ে প্রেসক্লাব বাউফল এর দুই সাংবাদিক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার এর ৩৫ জন অনুশারী কে আসামী করে ১৭-৪ -২০২৩ ইং তারিখ পটুয়াখালী আদালতে সি আর ২৯০/২০২৩, আসম ফিরোজ এমপির অনুশারী আবুল হোসন এমামলা দায়ের করেন। ঘটনার সময় সংবাদ সংগ্রহে দায়িত্ব ছিলেন Dayli present taims এবং দৈনিক দেশ বার্তার স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাব বাউফল এর সহসভাপতি ফিরোজ আলম, দৈনিক একুশের বানী জেলা প্রতিনিধি- প্রেসক্লাব বাউফল এর সাংগঠনিক সম্পাদক লিংকন মাহমুদ সহ ৩৫ জনকে আসামি করে মিথ্যে মামল করা হয়। এ ব্যাপারে Dayli present taims এবং দৈনিক দেশ বার্তার স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাব বাউফল এর সহসভাপতি ফিরোজ আলম বলেন, মোতালেব হাওলাদার কে হত্যার উদ্দেশ্য আসম ফিরোজ এমপির উপস্থিত হুকুমের এবং কুপিয়ে জখম করার ভিডিও এবং সত্য সংবাদ প্রচারের জেড়ে এ-মামলায় ধাপা চাঁপা দেওয়ার জন্য আমাদেরকে জড়িয়েছেন আসম ফিরোজ এমপির অনুশারীরা। মামলার বাদি আবুল হোসেন বলেন আমি কোন সাংবাদিকের নামে মামলা করিনি এক প্রশ্নের জবাবে বলেন আমি সব আসামি চিনিনা। এব্যাপারে বাউফল থানা অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক বলেন, আদালতের নির্দেশে বাদী আবুল হোসেনের এজাহারটি ১-৫-২০২৩ ইং তারিখ বাউফল থানায় নথি ভুক্ত করা হয়েছে।
Leave a Reply