মোঃ মুনাইম হোসেন,(চুয়াডাঙ্গা) প্রতিনিধি; চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি নির্বাচিত হওয়ায় জীবননগর সাংবাদিক সমিতির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার (৯ জুন ২০২৫) দুপুরে জীবননগর সাংবাদিক সমিতির একটি প্রতিনিধি দল বাবু খানের আন্দুলবাড়ীয়াস্থ বাসভবনে গিয়ে এ শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল মাহতাব মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মুতাছিন বিল্লাহ, দপ্তর সম্পাদক আসিম সাঈদ, নির্বাহী সদস্য জাহিদুল ইসলাম মামুন, আহাম্মদ সগীর, ডিএম মতিয়ার, সাবেক প্রচার সম্পাদক অর্পণ রকি, উথলী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, আজকের পত্রিকার প্রতিনিধি রিপন হোসেন এবং জনকণ্ঠের প্রতিনিধি ওমর ফারুক। উল্লেখ্য, গত ৩১ মে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে বিজিএমইএর ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে ফোরাম জোট সংখ্যাগরিষ্ঠতা পায়, যেখানে নির্বাচিত ৩৫ জন সদস্যের মধ্যে ৩১ জনই এই জোটের ছিলেন। ফোরাম জোটের প্যানেল লিডার হিসেবে নেতৃত্ব দেন মাহমুদ হাসান খান বাবু। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের কৃতিসন্তান। স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানোর মাধ্যমে এলাকার মানুষের ভালোবাসা ও গর্বের প্রতিফলন ঘটেছে।
Leave a Reply