বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৮এপ্রিল) বিকেলে পৌর শহরের পুরাতন বাজার ১নং রাইচ মিল চত্বরে এই আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ এজেডএম জাহিদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোখলেছুর রহমান মঙ্গোলিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাবেক সভাপতি আশরাফ আলী মন্ডল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা ও নূর ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সায়হাম আশরাফ, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, সদস্য সচিব ও জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের আহবায়ক তছলিম উদ্দিন মন্ডল, সদস্য সচিব পলাশ বিন আশরাফী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতাসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, সারাদেশে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে ও নেতাকর্মীদের বিভিন্ন ভাবে হয়রানি করছে। নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সাধারণ জনগণকে সাথে নিয়ে বিএনপি বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এ দাবী বাস্তবায়ন করবে। সেজন্য তিনি সকল পর্যায়ের দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।
উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল ৩টার দিকে পৌর শহরের পল্লবী মোড় আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থান কর্মসূচি আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হলেও পুলিশের বাধার কারণে তা করা সম্ভব হয়নি।
এবিষয়ে জানতে চাইলে, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, বিএনপির কর্মসূচিতে পুলিশ কোন বাধা দেয়নি। শনিবার বিরামপুরে সাপ্তাহিক হাটের দিন হওয়াতে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটার ও জনসাধারণের অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকায় অন্য স্থানে কর্মসূচি করতে বলা হয়েছে।
Leave a Reply