মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা
ভোলার বোরহানউদ্দিনের দেউলা ইউনিয়নের মজম বাজারে ভাই ভাই স্টোরে সিসি ক্যামেরা উদ্বোধন করা হয়েছে। ২৯ এপ্রিল শনিবার সিসি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া। প্রধান অতিথির বক্তব্য এ ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় বোরহানউদ্দিন থানা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে,তিনি নির্দেশ দিয়েছেন অপরাধ প্রবণতা কমাতে এবং অপরাধীদের সহজে সনাক্ত করতে বোরহানউদ্দিন উপজেলার প্রতিটি বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের তারই ধারাবাহিকতায় আজ দেউলা মজম বাজারে ভাই ভাই স্টোরে সিসি ক্যামেরা উদ্বোধন করা হয়েছে। এসময় তিনি,সিসি ক্যামেরা স্থাপনের সুফল সংক্রান্তে আলোচনা সহ বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ বিরোধী বিভিন্ন বিষয়ে সাধারন জনগনকে সচেতন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুল,বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।
Leave a Reply