মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলার বোরহানউদ্দিনে হারিয়ে যাওয়া ২০ টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম। বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়ার নির্দেশে জুন মাসের প্রথম থেকে আজ ২৫ জুন পর্যন্ত বোরহানউদ্দিন থানার এসআই মোঃ সুজন ফকির জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় হারিয়ে যাওয়া মোট ২০টি মোবাইল ফোন উদ্ধার করেন। জানা গেছে,ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে বোরহানউদ্দিন থানার বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ২০টি স্মার্ট ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন পুলিশ। স্মার্ট ফোন পেয়ে আকবর (২৭),পৌরসভা ০২ নং ওয়ার্ড, মোঃ সাকিব (২০), দালালপুর ০৫ নং ওয়ার্ড,মো: জাকির হোসনে (৪১),গ্রাম টগবী দালালপুর ০৫ নং ওয়ার্ড,মো: নাজিম (২৫),পিতা মো: নিরব, গ্রাম চরআলগী দেউলা ইউনিয়ন,মোসা: জেসমিন আক্তার (৩৮), গ্রাম গঙ্গাপুর ০৫ নং ওয়ার্ড,মো: শরীফ হোসেন (৩১),মাষ্টার বাড়ি হাসান নগর ইউনিয়ন,মো: আয়াতুল্লাহ (১৯) সাং হাওলাদার বাড়ি,মোসা: মনি (৫৮),রাজীব রতন দে (৫৯),পৌরসভা ০৫ নং ওয়ার্ড,শুভাসীস সেন (৩৭) বরিশাল সদর কোতয়ালী থানা,জাকির হোসেন,মো: আশিক (২৮) সহ প্রকৃত ২০ জন মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। এসময় তারা বোরহানউদ্দিন থানার ওসি ও মোবাইল ফোন উদ্ধারকৃত এস আই সুজন কে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া বলেন,আমরা প্রতিমাসেই তথ্য প্রযুক্তির মাধ্যমে অসংখ্য মোবাইল ফোন উদ্ধার করেছি তারই ধারাবাহিকতায় চলতি মাসে বোরহানউদ্দিনের বিভিন্ন স্থান থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের থানা পুলিশ টিম মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে।
Leave a Reply