নিজেস্ব প্রতিবেদন মহেশখালী উপজেলার কালারমারছড়া বাজারের ব্যবসায়ী আলমগীর হোছাইন (৩৬) সন্ত্রাসীদের দা ও বন্দুকের আঘাতে গুরুতর আহত হয়েছে। রবিবার (২৮ মে) রাত সাড়ে ১১টার সময় ফকিরজুমপাড়া গ্রামের নিজ বাড়ীর গেইটের সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে তাকে বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত আলমগীর হোছাইন অত্র গ্রামের হাজ্বী আবুল হোছাইনের পুত্র এবং সমাজ সংস্কারক মরহুম মাওলানা সিরাজুল হকের জামাতা। জানা যায়, কালারমারছড়া বাজারের নিউ মার্কেটে তার টাইলস ও বিকাশের ব্যবসা রয়েছে। রাত সাড়ে ১১ টার সময় টাইলস ও বিকাশের টাকা নিয়ে বাড়ী ফেরার পথে আগে থেকে ওতপেতে থাকা কিছু চিহ্নিত সন্ত্রাসী তাকে পাহারা দিচ্ছিল। সে বাড়ীর গেইটের সামনে এলে অতর্কিত হামলা চালিয়ে তার সাথে থাকা ব্যাগটি টানাহেঁচড়া করে। এক পর্যায়ে ব্যাগটি না দিলে তাকে দায়ের কোপ ও বন্দুক দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। তার চিৎকার শোনে পাশের বাড়ির লোকজন বের হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত আলমগীর হোছাইন জানান, স্থানীয় সন্ত্রাসী ও বহু মামলার আসামী ডাকাত শফিআলম প্রকাশ টুনাইয়া এসে প্রথমে আমাকে হামলা করে। পরে তার সাথে থাকা ৭/৮ জন এসে আমার কাঁধে থাকা টাকার ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে। আমি টাকার ব্যাগ না দেওয়ায় তারা আমার মাথায় ও শরীরে ধারালো দা ও বন্দুকের নল দিয়ে আঘাত করে। আমার চিৎকারে পাশের লোকজন আসলে সন্ত্রাসীরা চলে যায়। আহতের পরিবার স্থানীয় প্রশাসনের কাছে এ হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।
Leave a Reply