নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া. ঝিনাইদহহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন পরিষদের আদমপুর মরহুম আক্তার হোসেন এর মৃত্যুদাবীর চেক বিতরণ করা হয়েছে। সাফদারপুর শাখার এজি এম আল-আমিন এর সভাপতিত্বে ও ব্রাঞ্চ ম্যানেজার রাশেদুল ইসলামের সঞ্চালনায়(১৩ই-অক্টোবর)শুক্রবার বিকালে উপজেলার আদমপুরে এই মৃত্যু দাবির চেক বিতরণ করা হয়েছে তার নমিনি জাহানারা বেগম হাতে। মরহুম আক্তার হোসেন ন্যাশনাল লাইফ ইন্স্যেরেন্সে বীমার গ্রাহক হওয়ার ১৬ দিনের মধ্যে মৃত্যু বরণ করলে তার নমিনি কে অতি দ্রুততম সময়ের মধ্যে ৪ লক্ষ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ বাবলুর রহমান জেনারেল ম্যানেজার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ শাহাজান আলী, চেয়ারম্যান আজমপুর,অধ্যক্ষ শাহ- আলম,শামসুলহুদা খান কলেজ,মোঃ কবির ইকবাল সহকারী রিওজনাল ইনচার্জ,আলমগীর হোসেন মুন্সি,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার সহ ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির বিভিন্ন কর্মকর্তা।
Leave a Reply