মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহ জেলা ও মহেশপুর উপজেলা বিএনপি নেতা ও ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম সর্দারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চেয়ে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তারই আপন সহোদর মেজ ভাই আলহাজ্ব আবুল কালাম আজাদ ওরফে ভোলা।
লিখত অভিযোগ সুত্রে জানা গেছে ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা ও মহেশপুর উপজেলা বিএনপি নেতা ও ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম সর্দার ও তার ছেলে রিওন সর্দার তার চাচাতো ভাই হফেজ মোহাম্মদ আল আমিন ওরফে ইমনকে মারমুখি ও হত্যার হুমকি দেওয়া সহ আলহাজ্ব আবুল কাশেম সর্দারের আপন সহোদর মেজ ভাই আলহাজ্ব আবুল কালাম আজাদ ওরফে ভোলা, ও তার ছেলে হাফেজ মোহাম্মদ আল আমিন ওরফে ইমন সর্দারকে পুর্ব শত্রুতার জের ধরে পারিবারিক কলহের দন্ধ নিয়ে বেশ কিছু দিন যাবত খুন জখম ও গুম সহ নানা ধরণের হুমকি ধামকি দিয়ে আসছে বড় ভাই আলহাজ্ব আবুল কাশেম সর্দার ও তার ছেলেরা। তারই ধারাবাহিকতায় গত ১লা নভেম্বর বিকালে মেজ ভাই আলহাজ্ব আবুল কালাম আজাদ ( ভোলা ) ও তার পুত্র হাফেজ মোহাম্মদ আল আমিন ( ইমন সর্দার) উপজেলার ২নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি / সম্পাদক সহ দলীয় অঙ্গসংগঠনের শতাধিক নেতা কর্মী ও ৮/১০ জন সংবাদ কর্মীর উপস্থিত্বে নিজ বাড়ি ইউপির চাঁদপুর পাড়ায় মৌখিক বক্তব্যের পেশ করে একটি সংবাদ সম্মেলোন করেন।
উক্ত সংবাদ সম্মেলোনের পর গত ১লা নভেম্বর সন্ধা রাতে আলহাজ্ব আবুল কালাম আজাদ (ভোলা) বাদী হয়ে তার বড় ভাই বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম সর্দার ও ভাতিজা রিওনের নাম উল্লেখ কবে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিত্বে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে ভিক্টিম জানিয়েছে । এবিষয়ে বিএনপি নেতা আলহাজ্ব আবুল কাশেম সর্দারের সাথে কথা বললে তিনি জানান বিষয়টি সম্পুন্ন আমাদের পারিবারিক দন্ধ, এর মধ্যে একটি পক্ষ সুবিধা নেওয়ার জন্য ও আমাকে সমাজে হেও প্রতিপুন্ন করার লক্ষে আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
উল্লেখ মহেশপুর উপজেলার ফতেপুর ইউপির চাঁদপুর পাড়ার সাবেক চেয়ারম্যান আবুল কাশেম সরদার ও তার পুত্রদ্বয় প্রতিবেশী আবুল বাশারদের বিরূদ্ধে একই পাড়ার আলহাজ্ব আবুল কালাম আজাদ ভোলা সর্দার ও পুত্র হাফেজ আল আমিন (ইমন সর্দার) দীর্ঘ দিনের উপরোল্লিখিত ব্যক্তিদের বিরূদ্ধে অত্যাচারের কথা সাংবাদিকদের নিকট তুলে ধরেন। ইতিপূর্বে হাফেজ আল আমিন বলেন, আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে প্রশাসনের দারস্থ হয়েও কোন সুফল পাই নাই। বর্তমানে অন্তবর্তীকালীন সরকারের আমলে ন্যায় বিচারের আশায় আমি সঠিক বিচার পাবো-এ আশায় আমার পরিবারের অত্যাচারের কথা গুলো দেশবাসীকে জানাতে চাই। বর্তমানে আমরা আমার পিতা-মাতা ও পরিবারের সকলকে নিয়ে নিরাপত্তাহীনতায় মানবেতর জীবন যাপন করছি। অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ন্যায় বিচার পাবো ইনশাআল্লাহ।
Leave a Reply