আব্দুর রাজ্জাক রাজন নিজস্ব প্রতিবেদকঃ
রক্তের অভাবে হারাবে প্রাণ, স্বেচ্ছায় করি রক্তদান,
এই স্লো গানকে সামনে রেখে,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছী গ্রামের বাথানগাছী যুব সংঘ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ও দ্যা ড্রিমার্স সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নিণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দ্যা ড্রিমার্স একটি শিক্ষাথী সামাজিক কল্যান মুলক সংগঠন।
(৮ নভেম্বর ) শুক্রবার সকাল ৮ থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বাথানগাছী আলোর দিশারী গ্রণগ্রন্থাগার প্রাঙ্গাণে অনুষ্ঠিত হয়।
যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাথী এবং বাথানগাছী যুব সংঘ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি পারভেজ বাবু সভাপতিত্বে ও নাসির উদ্দীনের সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, মহেশপুর সরকারি ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ওয়ালিউল ইসলাম,শংকরহুদা বাথানগাছী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সনজিত কুমার,
ইউপি সদস্য হুমায়ুন কবির,রেজার্স গ্রুপের মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ মোঃ পলাশ,
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন উদ্দিন, সমাজসেবক আক্তার বিশ্বাস, খলিল মন্ডল প্রমুখ।
উল্লেখ্যঃ ৫ শতাধিক লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
Leave a Reply