আব্দুর রাজ্জাক রাজন মহেশপুরঃ মহেশপুরে ছয় মাসে বিজিবির অভিযানে আটক করা আট কোটি দশ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার সকালে বিজিবির প্রধান কার্যালয়ে এসব মাদকদ্রব্য ধ্বংস ও মাদক বিরোধী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ফেনসিডিল, সিরাপ, বিভিন্ন প্রকার মদ, বাংলা মদ, গাঁজা, ইয়াবা ও হেরোইন। ধ্বংস করা এসব ভারতীয় মাদকের মূল্য আট কোটি ১০ লাখ টাকা। এসময় উপস্থিত ছিলেন, ব্যাটেলিয়ান সদরের কর্ণেল এমারত হোসেন, ৫৮ বিজিরি অধিনায়ক মাসুদ পারভেজ রানা, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁ, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁ,জীবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকুনুজামান জীবনগর থানার অফিসার ইনচার্জ,নাসির উদ্দিন মহেশপুর ভূমি সহকারী কমিশনার শরীফ শাওন, থানা অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন প্রমুখ।
Leave a Reply