মোঃ শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের দক্ষিণ জৌতা ও মধ্য জৌতা ২টি একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ। আজ বুধবার (১৭ মে ২০২৩ দুপুর ১টায় দক্ষিণ জৌতা বালিকা দাখিল মাদ্রাসার ৪তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সাংসদ আ স ম ফিরোজ এমপি বলেন শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি, দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে আগামীদিনে স্মার্ট বাংলাদেশ গঠন করতে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। এর আগে দুপুর ১২টায় মধ্য যৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্ভোদন করেন।এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সুলতান আহমেদ, জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ সহ সুধীমন্ডলী, শিক্ষকবৃন্দ ও ছাত্র – ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply