সুজন বিশ্বাস শৈলকূপা ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন, উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, উপজেলা যুবলীগ সভাপতি শামীম হোসেন মোল্লা, জেলা পরিষদ সদস্য মোক্তার আহমেদ মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির খান, পৌর আওয়ামী লীগ নেতা তৈয়বুর রহমান খান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথা, সারুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহামুদুল হাসান মামুন, জেলা আওয়ামী লীগের সদস্য ও ফুলহরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিনুর রহমান বিপুল প্রমুখ। এছাড়াও উক্ত সভায় হাসপাতালের সকল চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার মান বৃদ্ধি ও রোগীদের যথাযথ সেবা প্রদানের বিষয়ে আলোচনা হয়।
Leave a Reply