মোঃ আবু সুফিয়ান শান্তি ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ এপ্রিল সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অফির্সাস ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উছেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি। উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, পৌর সভার প্যানেল মেয়র জাহিদ হোসেন, মডেল থানার তদন্ত ওসি জগন্নাথ চন্দ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার অশিত বরণ পাল, সমাজ সেবা অফিসার জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, প্রমুখ। এ সময় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বিভিন্ন করনীয় বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন অতিথি বৃন্দরা। সে সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জন প্রতিনিধি, এনজিও কর্মী,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা কর্মচারী, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Your article helped me a lot, is there any more related content? Thanks! https://www.binance.com/de-CH/register?ref=P9L9FQKY
Your article helped me a lot, is there any more related content? Thanks! https://accounts.binance.com/uk-UA/register?ref=53551167
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://accounts.binance.com/cs/register-person?ref=S5H7X3LP