আবদুর রহমান বিশেষ প্রতিনিধিঃ
আজ ১৫ রমজান জুমাবার নোনাছড়ি আবদুশুকুর ভেটার অফিসে বাংলাদেশ কৃষকলীগের কালারমারছড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড শাখার সভাপতি রাশেদ ইকবালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ রশিদ এর পরিচালনায় নাজেম উদ্দীন এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের মহেশখালী উপজেলার শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতাীয় শ্রমিক লীগের মহেশখালী উপজেলার শাখার সহ-সভাপতি গোলাম মোস্তফা। বাংলাদেশ কৃষক লীগের কালারমারছড়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মোহাম্মদ মনছুর আলম , জয়েন্ট সেক্রেটারি সিরাজুল হক। যুবলীগ নেতা জি এম হান্নান। আরো উপস্থিত ছিলেন, ৮ নং ওয়ার্ড শাখার দায়িত্বশীলবৃন্দ।
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://accounts.binance.com/sk/register-person?ref=P9L9FQKY
At the beginning, I was still puzzled. Since I read your article, I have been very impressed. It has provided a lot of innovative ideas for my thesis related to gate.io. Thank u. But I still have some doubts, can you help me? Thanks.