কামাল হোসেন বেনাপোল প্রতিনিধিঃ
আপনার সকল প্রয়োজনে, আমরা আছি আপনার পাশে, এই স্লোগানে, যশোরের বেনাপোল পৌরসভার নামাজ গ্রামের কৃতী সন্তান আবারও যথা সময়ে অসহায় গরীবের মুখে একটু হাসি ফোঁটাতে ঈদ উপহার নিয়ে এগিয়ে এসেছেন। বিশিষ্ট সি এন্ড এফ ব্যবসায়ী,ও তরুন সমাজ সেবক, যুবলীগ নেতা, কে. বি গ্রুপের চেয়ারম্যান কামরুজ্জামান (বাবলু ) বুধবার. (19 শে এপ্রিল ) ২7 শে রমজান আসন্ন ঈদুল ফিতরের আনন্দ সকলেই মিলে মিশে পালনের জন্য কে বি গ্রুপের চেয়ারম্যান কামরুজ্জামান বাবলু নিজ অর্থায়নে.. নিজ গ্রামে ও আশেপাশের কয়েকটি গ্রামের নারী পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন.. মানবতা কাকে বলে আবারও প্রমাণ করে দিলেন। কামরুজ্জামান বাবু বলেন , আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা জীবনের উদ্দেশ্য শুধু নিজেকে সুখী করা নয় বরং উদ্দেশ্য হওয়া উচিত অন্যকে সুখী করা কথায় আছে পৃথিবীতে দান করে কিংবা মানবসেবা করে কেউ কখনো গরীব হয়নি গরীব মানসিকতার মানুষরাই কখনো কারো জন্য কিছু করতে পারেনি। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে সুখের কাছে যেতে পেরেছে যারা নিজেদেরকে আর্তমানবতার সেবায় বিলিয়ে দিতে সক্ষম হয়েছে। নিজের জন্য নয় সমাজে অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে সেবা করা সবচেয়ে বড় আনন্দ খুজে পাই। কথাগুলো বললেন, কে বি গ্রুপের চেয়ারম্যান কামরুজ্জামান (বাবলু ) এই সময় উপস্থিত ছিলেন – বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ.. প্রবীণ আওয়ামী নেতা আলহাজ্ব রমজান আলী মোড়ল..দুই নাম্বার ওয়ার্ড যুবলীগের সভাপতি জয়নাল আবেদীন মাওলানা ওমর ফারুক..নামাজ গ্রামের কৃতি সন্তান ও সাবেক ছাত্রনেতা কেবি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান কামরুজ্জামান বাবলু..গরিব দুঃখী মেহেনতি মানুষের সেবার জন্য নিয়োজিত ছাত্রলীগের কিছু নগণ্য কর্মী.!সহ আরো অনেকে।
Leave a Reply