স্টাফ রিপোর্টারঃ
নড়াইলের লোহাগড়া উপজেলা পৌর এলাকার লক্ষীপাশা (আদর্শ পাড়ায়) বীর মুক্তিযোদ্ধা পরিবারের জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।বেআইনীভাবে জমি দখলে নিতে ১৪৪ ধারা উপেক্ষা করে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও জমির মালিক সরকারি কর্মকর্তা দম্পত্তিকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে গত শনিবার (২৪ জুন) দুপুরে ক্ষতিগ্রস্ত বাড়ির আঙ্গিনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত
বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা এম,এ জলিলের কন্যা নাজনীন জাহান।
লিখিত বক্তব্যে নাজনীন জাহান বলেন,বিগত প্রায় ১৯ বছর আগে ২০০৪ সালে লোহাগড়া উপজেলা সদরের ৯০ নং লক্ষীপাশা মৌজায় ৫৫৭৯ নং দাগে দুই বোন মিলে
৪০শতক জমি ক্রয় করে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছেন।উক্ত জমির পূর্ব
পার্শ্বে ২০০৫ সালে ৯শতক জমি কিনে বাড়ি বানিয়ে বসবাস করছেন সিরাজ নূর নামে এক ব্যক্তি।চলতি বছরের ২৫ এপ্রিল জমির মালিক নাজনীন জাহান বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করলে পাশ্ববর্তী জমির মালিক সিরাজ নূর ও তার দুই শ্যালক সাহেদ মাহমুদ রাসেল ও চঞ্চল মাহমুদসহ ১৫-২০ জন মিলে কাজে বাঁধা দেন।এ সময় তারা মোটা অংকের চাঁদা দাবি করে।ঘটনা উল্লেখ করে লোহাগড়া
থানায় তিনি জিডি দায়ের করেন।পরবর্তী বিভিন্ন সময়ে চিহ্নিত ব্যক্তিরা ওই জমির সীমানা প্রাচীরের পিলার,ভিম ও বাউন্ডারির ওয়াল ভাংচুর করে জমিতে অনাধিকার প্রবেশ পূর্বক জোর পূর্বক জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে।বিভিন্ন সময়ে আমাকে ও আমার স্বামী আলী কাওছার সুমনকে প্রাণ নাশের হুমকি দিচ্ছেন।তাদের অব্যাহত হুমকিতে আমরা জান মালের নিরাপত্তাহীনতায় ভূগছি।জমিতে শান্তি শৃংখলা বজায় রাখার লক্ষ্যে গত ১৯জুন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) নড়াইল নালিশী জমিতে ১৪৪ ধারা জারি করলে প্রতিপক্ষ সিরাজ নূর তা উপেক্ষা করে ওইদিন সন্ধ্যা ৭টার দিকে ২০-২৫ জন লোক নিয়ে জমিতে থাকা টিনের ঘর ও বাউন্ডারির ওয়াল ভাংচুর,ভিম ও লিনটিন রড কেটে ফেলেন। এ সময় তারা নির্মাণ সামগ্রী লুটপাট করে নিয়ে যান।ঘটনা উল্লেখ পূর্বক ২০ জুন লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেন তিনি।বিষয়টি তিনি নড়াইল পুলিশ সুপার,লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন বলে জানান।
প্রতিপক্ষ সিরাজ নূর বলেন,আমার বাড়ির পশ্চিম পার্শ্বের রাস্তা বিগত ৩০
বছরের চলাচলের রাস্তা নাজনীন দম্পত্তি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে দিয়েছেন।হঠাৎ করে বাউন্ডারি তৈরি করে আমাদের চলাচলের পথ বন্ধ করে দেয়া হয়েছে।জমি দখলের চেষ্টা,ভাঙচুর ,চাঁদাবাজিসহ প্রাণ নাশের হুমকি দেয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন,আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন জানান,এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#
Leave a Reply