পাটকেলঘাটা সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়নের পটুয়াখালী মৌজার দাগ নং ১৪২২ এর ১৫৫২ খাস জায়গা নিয়ে ঘর নির্মানের অভিযোগ ইউ এন ও সাহেবের কথা ও মানছেন না এক পুলিশ কর্মকর্তা। এ ব্যাপারে অনুসন্ধানে গিয়ে জানা যায় সরুলিয়া ইউনিয়নের ছোট কাশিপুর গ্রামের মৃত্যু আবু বক্কর বিশ্বাসের ছেলে মোঃ রফিকুল বিশ্বাস ও তার পরিবারের সদস্য রাফি বিশ্বাস এনামুল মোঃ জুয়েল হোসেন সহ কয়েকজনের নামে অবৈধ বন্দোবস্ত নিয়ে ঘর নির্মানের কাজ চালায় এটা অবৈধ হওয়াই পারকুমিরা গ্রামের মৃত তাজেম মোড়লের পুত্র আব্দুল হামিদ মোড়ল ২৭/০৮/২০২৩/ তারিখে ইউ এন ও বরাবর একটি অভিযোগ করে সেটার নোটিশ আসার আগে কাজ শুরু করে তার কোন উপায় না পেয়ে ১৯/৯/২০২৩/ তারিখে পাটকেলঘাটা প্রসক্লাব একটি সংবাদ সম্মেলনে করে সেটাও তাদের কোন কাজে আসে নাই ৩/১০/২০২৩/তারিখে আবার নতুন কাজ শুরু করে এই সময় ইউ এন ও সাহেব কে জানালে তিনি কাজটি বন্ধ করতে বলেন পাটকেলঘাটা ভূমি কর্মকর্তা আরাফাত হোসেনকে কিন্তু অদৃশ্য ক্ষমতার বলে কাজ বন্ধ হচ্ছে না এ ব্যাপারে আরো জানা যায় কাশিপুর গ্রামের মোঃ রফিকুল বিশ্বাসের ছেলে জুয়েল পুলিশ কর্মকর্তা হওয়ায় সেই সুবাদে ক্ষমতা দেখিয়ে কাজটা চালিয়ে যায় এ ব্যাপারে পাটকেলঘাটা ভূমি কর্মকর্তা কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন এ কাজটি অবৈধ এ ব্যাপারে তালা উপজেলার ইউ এন ও সাহেব এর কাছে জানতে চাইলেই তিনি বলেন আমার কাছে একটি অভিযোগ আছে আমি কাজটা বন্ধ করে দেওয়ার জন্য বলেছি আগামী ৪/১০/২০২৩/ তারিখে গণ শুনানি দিন আছে অবশ্যই বিষয়টা দেখব
Leave a Reply