ম.ব.হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার নোয়াখালীর চাটখিল উপজেলায় শাহাপুর ইউনিয়ন গণসংযোগ ও সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করেন নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম। শুক্রবার (২৮জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলার শাহাপুর বাজারে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের লিফলেট বিতরণ ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় হয়েছে। গণসংযোগ ও সরকারের উন্নয়নের লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন হাটপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম বাকী বিল্লাহ, পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ হায়দার সোহেল, সাধারণ সম্পাদক সাজাদা ইকবাল রিপন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুদ রানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিপ্লব প্রমূখ। ইব্রাহিম এমপি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা ইতিমধ্যে বর্তমান সরকার দৃশ্যমান উন্নয়ন প্রতক্ষ্য করেছেন এবং সুফল ভোগ করছেন। আমি চেষ্টা করেছি আপনাদের একজন সেবক হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করছি।
Leave a Reply