মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলার বোরহানউদ্দিনের কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন সময়ে অনিয়মের অভিযোগে ২ শিক্ষকের এমপিও ভুক্ত বাতিলের জন্য প্রতিবেদন দাখিল করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে,মঙ্গলবার ৯ ই মে সকালে গনিত পরিক্ষা চলাকালীন সময়ে মোজাম্মেল হক চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আল মামুন এবং বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফোজায়েল কে পরিক্ষার কক্ষে বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর পরিক্ষার পেপার,উত্তর পত্র টানা হিচরা কে অপর শিক্ষার্থীদের সহযোগিতা করে আসছিলেন একপর্যায়ে ওই পরীক্ষার্থী বিষয়টি বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্ত নেন। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক আজকের পত্রিকাকে বলেন,পরিক্ষার হলে অনিয়মের অভিযোগে ২ শিক্ষকের এমপিও ভুক্ত বাতিলের জন্য ভোলা জেলা প্রশাসককে প্রতিবেদন দাখিল করা হয়েছে। ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রিপন কুমার সাহা জানান,২ শিক্ষকের বিরুদ্ধে পরিক্ষার হলে অনিয়মের অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিক্ষার কেন্দ্র সচিব এবং পরিক্ষার হল পরিদর্শকে একাধিক ফোন দেওয়া হলে ও কেউ মুঠোফোন রিসিভ করেননি।
Leave a Reply