কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে চায়ের দোকানের পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে হাতাহাতি তারপর বিষয়টি গড়ায় মারামারিতে। হাতের কনুই এবং ঝাড়ু দিয়ে মেরে কাস্টমার আরজান মন্ডল কে হত্যা করলো চায়ের দোকানদার এমনি ঘটনা ঘটেছে কোটচাঁদপুর উপজেলার ২নং দোড়া ইউনিয়নের সারুটিয়া গ্রামে। ঘটনার অনুসন্ধানে জানাযায় সারুটিয়া গ্রামের ট্যাকের বাজারের চায়ের দোকানদার আবু তালেব দির্ঘদিন ধরে চায়ের দোকানের ব্যাবসা করেন। গ্রামের বাজারে দোকান হওয়ার কারনে আরজান মন্ডল বিভিন্ন সময় বাকি লেনদেন করতো, বাকি লেনদেনের এক পর্যায়ে আজ ২৩ শে জুন শুক্রবার দুপুর আনুমানিক ১২. ৩০ মিনিটের সময় টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনেই তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে এক পর্যায়ে বিষয়টি শুরু হয় হাতাহাতি ও মারামারিতে এ সময় দোকানদার আবু তালেব হাতের কনুই এবং ঝাড়ু দিয়ে আরজান মন্ডলকে এলোপাথাড়ি আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন।এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। এব্যাপারে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক শিরিন সুলতানা বলেন, মারামারির ঘটনায় এক ব্যক্তি কে আনা হয়েছিলো তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন বলেন, এলাবাসী সুত্রে জানতে পারি চায়ের দোকানের টাকা চাওয়া কে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে, ময়নাতদন্তের শেষে বিস্তারিত জানতে পারব।
Leave a Reply