কোটচাঁদপুর মোটরসাইকেল ও ঔষধ কোম্পানি’ র কাভার ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১
প্রকাশিত সময় :
মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
২০৭
Time View
মোঃ আবু সুফিয়ান শান্তি ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহ কোটচাঁদপুর মেইন বাসটেন্ড সংলগ্ন আজ ৬ জুন মঙ্গলবার সকাল আনুমানিক ৮.২০ মিনিট কালিগঞ্জদিক হতে ছেড়ে আসা ঔষধ কোম্পানি কাভার ভ্যান নং কুষ্টিয়া – ন ১১-০২১৭ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রিফাত হোসেন ২০ গুরতর আহত হন। স্থানীয় জনগণ উদ্ধার করেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। কর্তব্য রত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফাড করেন। যশোর নেওয়ার পথে রিফাত মৃত্যুবরণ করলে । ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। রিফাত উপজেলা এড়ান্দাহ গ্রামের পশ্চিমপাড়া’র মহিদুল ইসলাম (টেংরা) ছোট ছেলে। কাভার ভ্যানটি বর্তমান কোটচাঁদপুর মডেল থানা পুলিশ হেফাজতে আছে।
Leave a Reply