ম.ব.হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে রাজনৈতিক মহলে একটি নাম শোনা যাচ্ছিলো। আলোচনা চলছিলো নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনে আওয়ামীলীগের রাজনীতিতে নতুন মেরুকরণের সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এডভোকেট আব্দুন নুর দুলাল। গতকাল শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার স্কাইভিউ চাইনিজ এন্ড রেস্টুরেন্ট হলরুমে নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ী উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোঃ আবদুন নূর দুলাল। এসময় আবদুন নূর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নোয়াখালী-১ আসনে আওয়ামীলীগের একজন প্রার্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরেন। এই আসন নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে আবদুন নূর দুলাল গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্ন শোনেন। পরবর্তীতে সে-সকল প্রশ্নের উত্তর দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুন নূর দুলাল বলেন, ‘‘আমি এই চাটখিল-সোনাইমুড়ী উপজেলার মাটির সন্তান। এই চাটখিলে আমি লেখাপড়া করেছি। ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত চাটখিল উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলাম। আমি চাটখিলের বাইরে কখনোই ছিলাম না। আমি চাটখিলে ছিলাম, চাটখিলে আছি, চাটখিলেই থাকবো ইনশাল্লাহ।’’ এসময় আবদুন নূর দুলাল বলেন নোয়াখালী-১ আসনের আওয়ামীলীগের পক্ষে তার মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে তিনি ছাড়া অন্য কেউ এই আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পেলে তার জন্যও সর্বাত্মক ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। মতবিনিময় সভায় চাটখিল-সোনাইমুড়ী উপজেলা কর্তব্যরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply