মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলা জেলার বেস্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাকসুদুর রহমান মুরাদ। থানা সুত্রে জানা গেছে,তজুৃমদ্দিন থানার জন্ম লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত ১ম কেউ জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হয়েছেন,শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন তজুৃমদ্দিন থানা পুলিশ,জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষ ও,তাদের তৃপ্তি এখানেই এ উপজেলায় ১ম বারের মতো কেউ জেলায় সুনাম অর্জন করেছেন। গত বৃহস্পতিবার সকাল ১০টায় ভোলা জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইন্স সভাকক্ষে মে মাসের মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাকসুদুর রহমান মুরাদ কে বেস্ট অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। এসময় তাঁর হাতে বেস্ট অফিসার ইনচার্জ’র সনদ ও ক্রেস্ট তুলে দেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ জহিরুল ইসলাম হওলাদার, সহকারি পুলিশ সুপার (তজুমদ্দিন ও চরফ্যাসন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, সকল ইউনিটের অফিসার ও ফোর্সগণ। এদিকে বেস্ট অফিসার ইনচার্জ’র স্বীকৃতি পেয়ে শুকরিয়া আদায়পূর্বক জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামসহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, পুরস্কার এবং স্বীকৃতি নিজের কাজে অনুপ্রেরণা জোগায়। এই স্বীকৃতির মুল চালিকাশক্তি থানার সকল অফিসার ও ফোর্সবৃন্দ। পরিশেষে, তজুমদ্দিনবাসীর নিকট দোয়া কামনা কামনা করেন ওসি মাকসুদুর রহমান মুরাদ।
Leave a Reply