বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ভোলা ২ আসনের এমপিকে বোরহানউদ্দিন উপজেলার ৮নং পক্ষিয়া ইউপি চেয়ারম্যান কতৃক প্রান নাশের হুমকির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পরেই উত্তেজনা বিরাজ করছে পুরো এলাকায়,ঘটনাটিকে ঘিরে গতকাল রাত থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগিতা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ নিয়ে সোমবার ৫ জুন সকাল ১০ টায় বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম,দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম খান সহ আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতারা। সংবাদ সম্মেলনে অভিযোগ করে তারা বলেন,গতকাল ৪ জুন ভিডিও কনফারেন্সে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তির সাথে কথোপকথনে এমপিকে হত্যার হুমকি দেন ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার,কথোপকথনটি আবুল কালাম আজাদ নামে ওই ব্যক্তি তার আইডিতে পাবলিসড করলে তা মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়,তারা জানান আলাউদ্দিন সর্দার বিভিন্ন সময়ে শিক্ষক,সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষকে লাঞ্ছিত করেছেন যা ভোলা ২ আসনের এমপির নজরে আসলে তিনি প্রতিবাদ করেন। তারা আরো বলেন,আলাউদ্দিন সর্দারের সন্ত্রাসী কর্মকান্ডে এমপি বাধা দেওয়ায় তাকে হত্যার হুমকী দিয়েছেন চেয়ারম্যান,এসময় তারা ২৪ ঘন্টার মধ্যে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দারকে গ্রেফতারের দাবি জানান,অন্যথায় আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ও জানান বক্তরা। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া আজকের পত্রিকাকে বলেন,ইউপি চেয়ারম্যান কতৃক এমপিকে হত্যার ভিডিও ভাইরাল হয়েছ,বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মুন্নাজান বাদী হয়ে ১৫৩ ধারায় উস্কানি মূলক বক্তব্য ও হত্যার হুমকির দায়ে থানায় একটি মামলা দায়ের করেছেন,খুব দ্রুতই আসামীকে গ্রেফতার করা হবে। ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম জানান,এমপিকে ভার্চুয়াল কথোপকথনে হত্যার হুমকির ঘটনায় আলাউদ্দিন সর্দারের বিরুদ্ধে মামলা হয়েছে,তদন্ত চলছে।
Leave a Reply