হৃদয় এস এম শাহ্-আলম মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের মৃত সামসু মিয়ার ছেলে প্রবাসী মো: বাচ্চু মিয়া সৌদি আরব এর মাটিতে নিখোঁজ। পরিবার সূত্রে জানা যায় যে,মো: বাচ্চু মিয়া বিগত ৮ বছর আগে পরিবারের সুখের জন্য সে প্রবাসের মাটিতে কাতার নামক দেশে পা রাখেন।পরে তার মালিক তাকে কিছুদিন পরে মালিকের ব্যবসা একাধিক থাকার কারণে থাকে বিনা ভিসায় মালিকের গাড়ি দিয়ে তাকে সৌদি আরব এর ব্যবসা প্রতিষ্ঠানে কর্মদেন।এভাবে বছরের পর বছর চলতে থাকে প্রায় (৮) বছর পর মালিক থাকে দেশে ফিরতে দেন না।পরে বাচ্চু মিয়া নিজে এক জন দেশিয় ভাই বলে পরিচিত সুবাদে তাহার ফোন নাম্বার:০০৯৬৬০৫৭৮১৬৫৯৮৮,০০৯৬৬০৫৭৮১৬৬৯৮৮ এর মাধ্যমে নগদ ৫০ হাজার টাকার বিনিময়ে দেশে ফিরতে সাহায্য করবে বলে তাহাকে পুলিশের নিকট নিয়ে যান। উক্ত ঘটনার পর থেকে আজ পর্যন্ত আনুমানিক ২ মাস সে নিখোঁজ কোনো রকমের যোগাযোগ না তাহার পরিবারের সঙ্গে। এ বিষয়ে মো: বাচ্চু মিয়ার স্ত্রী মোছা: নিলুফা আক্তার বাদী হয়ে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে বাচ্চু মিয়ার পরিবার বেহাল অবস্থায়,খুব চিন্তা ও কষ্টের মধ্যে,তার ৯ বছরের কন্যা শিশু সহ মা,স্ত্রী,ভাই সবাই দানা পানি ছেড়ে পাগলের মতো কান্নাকাটির মধ্য দিয়ে রাত দিন চলছে। উল্লেখীত বিষয়ে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান তার পরিবার বর্গ,তার পরিবার তাকে ফিরে পেতে চান।তার পরিবারের একটাই চাওয়া তাকে দ্রুত দেশের মাটিতে ফিরে পেতে চান। সংযুক্ত, নিখোঁজ ব্যক্তির জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্ট।
Leave a Reply