বিরামপুর, দিনাজপুর, প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের কুচিয়ামমোড় গ্রামের নির্মাণাধীন ড্রেণের কাজ পরিদর্শন করেন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল।
আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং নির্মাণ কাজের অগ্রগতির বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন। এসময় গ্রামের বসবাসরত মানুষের সাথে কূশল বিনিময় করেন খোজ কবর নেন। ড্রেণ নির্মান কাজ পরিদর্শন শেষে চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল বলেন, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের হাসিমূখ দেখলেই আনন্দ পাই। আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো। সেই সাথে আপনাদের প্রতিটি কাজের অংশীদার হবো। আমি আপনাদের জন্য মোবাইলে ২৪ ঘন্টা অন থাকি।
আপনাদের কার কি সমস্যা,কষ্ট ও কোন এলাকায় কি প্রয়োজন, কোন এলাকায় কি সমস্যা আছে আমাকে আপনারা সরাসরি জানান। আমি যতদুর পারি সাধ্যমত তার সমাধান করবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কল্যাণে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে গ্রাম হবে শহর এবং উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাবো আমরা দিওড় ইউনিয়নবাসী।
তারই ধারাবাহিকতায় আজ দিওড় ইউনিয়নের কুচিয়ামোড় গ্রামে আলীমের বাড়ী থেকে বাবুলের বাড়ী পর্যন্ত ৩শ ফিট ড্রেন নির্মাণ হচ্ছে। এই ড্রেনটির নির্মাণ কাজ সম্পন্ন হলে অত্র গ্রামের পানির নিনিষ্কাশনের যে জ্বলবদ্ধতার সমস্যা ছিলো তা সমাধান হবে। এসময় ইউপি সদস্য মুক্তার হোসেন, আজগর আলী, আজগর আলী (২), রবিউল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য ফেন্সিয়ারা বেগম, আরিফুন্নাহ বেগম, সুধিজন, গ্রামবাসীসহ আর ও অনেকে উপস্থিত ছিলেন।
Your article helped me a lot, is there any more related content? Thanks! https://www.binance.com/ru/register?ref=V2H9AFPY
Thank you very much for sharing, I learned a lot from your article. Very cool. Thanks.